Windows 7 এর কিছু কী-বোর্ড Shortcut



  • [Windows + D]  desktop তে ক্লিক করে আপনি আপনার ডেক্সটপকে Show অথবা hide করতে পারবেন।
  • [Windows + Up Arrow] অথবা  [Windows + Down Arrow] তে ক্লিক করে যেকোন Window কে Maximize বা Minimize করতে পারবেন।
  • [Windows + Left arrow] অথবা [Windows + Right Arrow] তে ক্লিক করে যেকোন  Window কে Maximize বা Minimize করে ডানে বামে নিতে পারবেন।
  • [Alt + Tab] এ ক্লিক করে আপনার এই মুহূর্তে যতগুলো Window Open আছে সবগুলো এরকম বক্স আকারে দেখতে পাবেন। তার মধ্যে থেকে আপনি সহজে বাছাই করে নিতে পারবেন।
  • [Windows] + [+] অথবা [Windows] + [-] এ ক্লিক করে আপনি যেকোন জিনিসকে ছোট-বড় করে দেখতে পারবেন। Full Screen, Lens, Docked বিভিন্ন ভাবে এই কাজ করতে পারেন।
  • [Windows + E] ক্লিক করে সহজেই My Computer Open করতে পারবেন।
  • [Windows] + [T] অথবা [Windows] + [SHIFT] + [T] ক্লিক করে Tasbar এ থাকা যেকোন আইটেম Focus করে T ক্লিক করে Hold করে Open করতে পারবেন।
  • [Windows + L] ক্লিক করে সহজেই কম্পিউটার Lock করে ফেলতে পারবেন।
  • [Windows + M] ক্লিক করে সকল Window Minimize করে ফেলতে পারবেন।
  • এটা আমার দেখা সবচে মজার ট্রিকস! তাই এটা সবশেষে শেয়ার করলাম। যা করতে হবে তা হল, [Windows + Tab] ক্লিক করুন। তারপর আমাদের যতগুলো Window Open করা আছে সবগুলো 3D আকারে আসবে। Tab এ ক্লিক করে সিলেক্ট করতে পারবেন।
Tag : Windows 7
0 কমেন্ট"Windows 7 এর কিছু কী-বোর্ড Shortcut "

Back To Top