বাংলাদেশে চালু হলো ইন্টারনেট ডট ওআরজি


ওয়েব ডেস্ক:বাংলাদেশে চালু হলো ফেসবুকের ইন্টারনেট ডট ওআরজির সেবা। বিনা মূল্যে বেশ কিছু ওয়েবসাইট ব্রাউজ করার সুবিধা মিলবে ফেসবুকের এই সেবার মাধ্যমে। আজ রোববার মোবাইল অপারেটর রবি ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে বাংলাদেশে এই সেবা চালু করা হয়েছে বলে এক পোস্টে উল্লেখ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট ডট ওআরজি সেবার মাধ্যমে স্বাস্থ্য, খবর, চাকরি ও ই-সরকারি সেবার দুই ডজনের বেশিবাংলাদেশে এ প্রকল্পে সহায়তা করছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি।  প্রাথমিকভাবে শুধু রবি গ্রাহকরাই এ সুবিধা পাবেন। বর্তমানে ফেসবুক, বিডি নিউজ, প্রথম আলো, বিডি জবস্, বিক্রয় ডটকম, উইকিপিডিয়াসহ ২২ টি ওয়েবসাইট বিনা খরচায় ভিজিট করতে পারবেন।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার বেলা ১১টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে প্রকল্পটির উদ্বোধন করবেন।অনুষ্ঠানে ফেইসবুকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
internet.org তে লগিন করে ফ্রি ওয়েবসাইট গুলো ভিজিট করতে হবে।শুরুতে শুধু রবির গ্রহকরা এ সুবিধা পেলেও পরবর্তীতে অন্য অপরেটররাও এতে যুক্ত হবেন।পর্যায়ক্রমে সরকারের সব সেবাদানকারী ওয়েবসাইট ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কনটেন্টও এ সুবিধার আওতায় আসবে।

ইন্টারনেট ডট ওআরজি অ্যাপের সাহায্যে মোবাইলে এবং সরাসরি কম্পিউটারে বিনা খরচে ওই সব ওয়েবসাইটের বিস্তারিত দেখা যাবে।  অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ইন্টারনেট ডট ওআরজিতে লগ ইন করে  ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।

0 কমেন্ট"বাংলাদেশে চালু হলো ইন্টারনেট ডট ওআরজি"

Back To Top